সোমবার, ১৭ জুন, ২০১৩

আল আসমাউল হুসনা


আল আসমাউল হুসনা বা আল্লাহ তায়ালার নিরানব্বই নামঃ

আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেন, আল্লাহ পাকের সর্বোত্তম নাম সমূহ আছে। অতএব তোমরা সেই নাম সমূহ নিয়ে তাকে ডাক। হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ তায়ালার নিরানব্বই নাম আছে। যে ব্যক্তি সর্বদা নিয়মিত এই সমস্ত নামের যিকির করে, আল্লাহ তায়ালা স্বীয় রহমতে ঐ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করার আদেশ দিবেন। (বুখারী, মুসলিম)। অবশ্য এই নিরানব্বই নাম ছাড়া আল্লাহ তায়ালার আরও অনেক সিফাতি নাম আছে।
 . {هُوَ الله الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ} মহান আল্লাহ, তিনি ছাড়া কোন মাবুদ নেই,
. {الرَّحْمٰنُ} দয়ালু, . {الرَّحِيْمُ} অতি দানশীল, . {الْمَلِكُ} বাদশাহ্, . {القُدُّوْسُ} পাক-পবিত্র, . {السَّلَامُ} শান্তিদাতা, . {الْمُؤْمِنُ} নিরাপত্তাদানকারী, . {الْمُهَيْمِنُ} রক্ষাকারী, . {الْعَزِيْزُ} পরাক্রমশালী,১০. {الْجَبَّارُ} ক্ষমতাশালী, ১১. {الْمُتَكَبِّرُ} গৌরবান্বিত, ১২. {الْخَالِقُ} সৃষ্টিকর্তা, ১৩. { الْبَارِئُ } সৃষ্টিকারী, ১৪. {الْمُصَوِّرُ} আকৃতি দানকারী, ১৫. {الْغَفَّارُ} গুনাহ মাফকারী, ১৬. {الْقَهَّارُ} কঠোর সর্বশক্তিমান১৭. {الْوَهَّابُ} পুরষ্কারদাতা, ১৮. {الرَّزَّاقُ} আহারদাতা, ১৯. {الْفَتَّاحُ} প্রশস্তকারী, ২০. {الْعَلِيْمُ} মহাজ্ঞানী, ২১. {الْقَابِضُ} আয়ত্বকারী, ২২. {الْبَاسِطُ} প্রসারকারী, ২৩. {الْخَافِضُ} পতনকারী, ২৪. {الرَّافِعُ} উন্নতি প্রদানকারী, ২৫. {الْمُعِزُّ} সম্মানদাতা, ২৬. {الْمُذِلُّ} হীনকারী, ২৭. {السَّمِيْعُ} শ্রবণকারী, ২৮. {الْبَصِيْرُ} দর্শনকারী, ২৯. {الْحَكَمُ} আদেশ প্রদানকারী, ৩০. {الْعَدْلُ} ন্যায়বিচারক, ৩১. {اللَّطِيْفُ} সূক্ষদর্শী, ৩২. {الْخَبِيْرُ} সর্বজ্ঞানী, ৩৩. {الْحَلِيْمُ} ধৈর্য্যশীল, ৩৪. {الْعَظِيْمُ} মহান, ৩৫. {الْغَفُوْرُ} ক্ষমাশীল, ৩৬. {الشَّكُوْرُ} কৃতজ্ঞতা পছন্দকারী, ৩৭. {الْعَلِىُّ} উচ্চ ও উন্নত, ৩৮. {الْكَبِيْرُ} গৌরবান্বিত, ৩৯. {الْحَفِيْظُ} রক্ষাকর্তা, ৪০. {الْمُقِيْتُ} রক্ষণাবেক্ষনকারী, ৪১. {الْحَسِيْبُ} হিসাব পরিক্ষক, ৪২. {الْجَلِيْلُ} মহিমান্বিত, ৪৩. {الْكَرِيْمُ} অনুগ্রহ কারী, ৪৪. {الرَّقِيْبُ} প্রহরী, ৪৫. {الْمُجِيْبُ} দোয়া কবুলকারী, ৪৬. {الْوَاسِعُ} বিস্তারকারী, ৪৭. {الْحَكِيْمُ} হেকমত ওয়ালা, ৪৮. {الْوَدُوْدُ} শ্রেষ্ঠ বন্ধু, ৪৯. {الْمَجِيْدُ} বুযুর্গীওয়ালা, ৫০. {الْبَاعِثُ} পুনরুত্থানকারী, ৫১. {الشَّهِيْدُ} স্বাক্ষী, ৫২. {الْحَقُّ} সত্য, ৫৩. {الْوَكِيْلُ} কার্যকারক, ৫৪. {الْقَوِىُّ} শক্তিশালী, ৫৫. {الْمَتِيْنُ} অটল, ৫৬. {الْوَلِىُّ} বন্ধু (অভিভাবক), ৫৭. {الْحَمِيْدُ} প্রশংসিত, ৫৮. {الْمُحْصِىُ} সর্বজ্ঞানী, ৫৯. {الْمُبْدِئُ} প্রথম সৃষ্টিকারী, ৬০. {الْمُعِيْدُ} প্রত্যাবর্তনকারী, ৬১. {الْمُحْىِ} জীবনদাতা, ৬২. {الْمُمِيْتُ} মৃত্যুদাতা, ৬৩. {الْحَىُّ} চিরজীবি, ৬৪. {الْقَيُّوْمُ} চিরস্থায়ী, ৬৫. {الْوَاجِدُ} গভীর মুহব্বতকারী, ৬৬. {الْمَاجِدُ} গৌরবময়, ৬৭. {الْوَاحِدُ} এক, ৬৮. {الْاَحَدُ} একক, ৬৯. {الصَّمَدُ} অপ্রত্যাশী, ৭০. {الْقَادِرُ} শক্তিধর, ৭১. {الْمُقْتَدِرُ} ক্ষমতাশালী, ৭২. {الْمُقَدِّمُ} অগ্রসরকারী, ৭৩. {الْمُؤَخِّرُ} পশ্চাত বর্তীকারী, ৭৪. {الْاَوَّلُ} আদি, ৭৫. {الْاٰخِرُ} অনন্ত, ৭৬. {الظَّاهِرُ} প্রকাশ্য, ৭৭. {الْبَاطِنُ} অপ্রকাশ্য, ৭৮. {الْوَالِى} বন্ধু, ৭৯. {الْمُتَعَالِى} সর্বপ্রধান, ৮০. {الْبَرُّ} শান্তিদাতা, ৮১. {التَّوَّابُ } তওবা কবুলকারী, ৮২. {الْمُنْعِمُ } নিয়ামতদাতা, ৮৩. {الْمُنْتَقِمُ } প্রতিফলদাতা, ৮৪. {الْعَفُوُّ} ক্ষমাকারী, ৮৫. {الرَّؤُوْفُ} মেহেরবান বন্ধু, ৮৬. {مَالِكُ الْمُلْكِ} দুনিয়ার মালিক, ৮৭. {ذُو الْجَلَالِ وَالْاِكْرَامِ} সর্ব মহত্ব ও সম্মানের অধিকারী, ৮৮. {اَلرَّبُّ } প্রতিপালক, ৮৯. {لْمُقْسِطُ} ন্যায় পরায়ন, ৯০. {الْجَامِعُ} একত্রকারী, ৯১. {الْغَنِىُّ} সম্পদশালী, ৯২. {الْمُغْنِىُ} সম্পদদাতা, ৯৩. {الْمُعْطِيْ} নিবারক, ৯৪. {الضَّارُّ} বিপদদাতা, ৯৫. {النَّافِعُ} উপকারী, ৯৬. {النُّوْرُ} আলো, ৯৭. {الْهَادِىُ} পথ-প্রদর্শক, ৯৮. {الْبَدِيْعُ} প্রথম সৃষ্টিকারী, ৯৯. {الْبَاقِىُ} অনন্ত, ১০০. {الْوَارِثُ} স্বত্তাধীকারী, ১০১. {الرَّشِيْدُ} সৎ পথ প্রদর্শক, ১০২. {الصَّبُوْرُ } ধৈর্য্যশীল, ১০৩. {الحَنَّانُ} স্নেহশীল, ১০৪. {المَنَّانُ} পরম উপকারী, ১০৫. {المُغِيْثُ} বিপদে সাহায্যকারী, ১০৬. {القَرِيْبُ} অতি নিকটবর্তী, ১০৭. {المَوْلَي} সকলের প্রভূ, ১০৮. {النَصِيْرُ} সাহায্যকারী।

কোন মন্তব্য নেই: