মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

একই দিনে সারা বিশ্বে ঈদ উদযাপন সম্পর্কে


প্রশ্নঃ একটি মহল বিশ্বব্যাপী একদিনে ঈদ পালন ও একসঙ্গে রোযা রাখার দাবি তুলেছে দেশের কিছু কিছু গ্রামে এভাবে পালিতও হচ্ছেএ বিষয়ে আপনার বক্তব্য কী?

উত্তরঃ দেখুন, সাহাবায়ে কেরামের যুগেও ইসলাম যখন বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল তখনও ভিন্ন ভিন্ন এলাকা ভেদে ঈদ ও রোযার দিন ভিন্ন হয়েছে সিরিয়া ও মদীনায় একই দিনে ঈদ হয়নিহাদীসের কিতাবে
لكل أهل بلد رؤيتهم
নামে একটি অধ্যায় রয়েছেসুতরাং পুরো বিশ্বে একই দিনে রোযা ও ঈদ করার নামে দেশের কোনো কোনো গ্রামে অগ্রিম রোযা বা ঈদ করে ফেলা ঐক্যের নামে অনৈক্যেরই একটি নিদর্শনতবে এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা বা পরস্পর তিক্ততার সৃষ্টি করা কিছুতেই কাম্য নয়
মনে রাখতে হবে যে, মুসলমানদের মূল সৌন্দর্য এবং ঐক্যের ভিত্তি হচ্ছে শরীয়তের অনুসরণের মধ্যেপুরো পৃথিবীতে একই দিনে রোযা ও ঈদ করা জরুরি কোনো বিষয় নয়
যেমনিভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের পাঁচ ওয়াক্ত নামায বিভিন্ন সময়ে পড়ে থাকেযেমন আপনি যখন ফজর পড়ছেন জাপানে তা পড়া হয়ে গেছে আরো ৩ ঘণ্টা আগেআর সৌদী আরবে তা পড়া হবে ৩ ঘণ্টারও বেশি সময় পরেএতে তো কোনো অনৈক্য সৃষ্টি হয় না

(মাসিক আল কাউসার)