রবিবার, ৯ জুন, ২০১৩

ছোট্ট হৃদয়ে স্রষ্টার মহিমা


আল্লাহ মেহেরবান

সৃষ্টি মাঝে সাকাল সাঁজে তোমায় আমি দেখি
দিবা রাতে থাকো সাথে যেথায় মোরা থাকি

তোমার দয়ায় বাচি এথায় মারো যখন চাও
তোমার সৃষ্টি জুড়ায় দৃষ্টি যাকেচ্ছা তা দাও

গগণ জুড়ে তারকা ওড়ে দেখে জুড়ায় মন
লক্ষ তারার মাঝে আবার চাদের আগমন

ভগ্ন মনে আকাশ পানে দৃষ্টি যখন দেই
দুঃখ বেদনা মুক্তমানা সুস্থ দেহী হই

দিবসে যখন সূয্য কিরণ ছড়ায় ভুবন জুড়ে
কর্ম সাধন করি তখন চিন্তা ফিকির ছেড়ে

পাহাড় ভুধর নদী সাগর ভুমন্ডলের সোভা
সৃজন করেন প্রভু মহান বেকার নাহি কবা

স্যামল ঘেরা ভুবন সারা তোমার সেরা দান
অসীম শোকর তোমার আল্লাহ মেহেরবান



আবু নুজহা আল মিসবাহ সিদ্দিক 
চট্টগগ্রাম, হাটহাজারী, ০৫

কোন মন্তব্য নেই: